পাবনায় কলেজছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগ

জমি নিয়ে বিরোধের জেরে পাবনার এডওয়ার্ড কলেজের এক ছাত্রকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 05:19 PM
Updated : 31 July 2014, 06:17 PM

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেড়া উপজেলার আমিনপুর বাজারের কাছে পাবনা-কাজীরহাট সড়ক থেকে দুর্বৃত্তরা ওই ছাত্রকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলে তার পরিবার জানিয়েছে।

অপহৃত ইমরান হাসান শুভ এডওয়ার্ড কলেজের প্রথমবর্ষের ছাত্র বলে জানিয়েছেন তার নানা ওমর আলী শেখ।

রাতে পাবনা শহর থেকে শুভকে উদ্ধার করা হয় বলে আমিনপুর থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন।

শুভর বাবা জাহাঙ্গীর হোসেন দুবাই প্রবাসী। তিনি মায়ের সঙ্গে আমিনপুরে নানার বাড়িতে থাকে।

ওসি বলেন, “সকালে জমিজমা নিয়ে ওমর আলী শেখের সঙ্গে তার এক ভাইয়ের ঝগড়া হয়। বিকালে বিরোধ মিটমাটও হয়ে যায়।

“রাতে আমিনপুর বাজার থেকে ওষুধ কিনে ভ্যানে করে বাড়ি ফেরার পথে তাকে (শুভ) অপহরণ করা হয় বলে পরিবারের সদস্যরা জানান।”

ওমর আলী শেখ অভিযোগ করেছেন, জমি নিয়ে ঝগড়ার কারণে প্রতিপক্ষের লোকেরা তার নাতিকে তুলে নিয়ে গেছে।

উদ্ধার হওয়া শুভ পুলিশকে বলেছেন, তাকে একটি অটোরিকশায় তুলে নেয়া হয়েছিল। পরে তিনি পালিয়ে আসেন।

পারিবারিক বিরোধের কারণে শুভকে অপহরণের চেষ্টা হয়ে থাকতে পারে বলে ধারণা ওসির। তিনি বলেন, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছ।