টঙ্গীতে চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 08:01 AM
Updated : 31 July 2014, 08:01 AM

বৃহস্পতিবার রাত ৩টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার ওই ঘটনায় নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহতের আনুমানিক বয়স ২৫ বছর। তার পরনে জিন্সের ফুল প্যান্ট ও লাল চেক শার্ট ছিল।

স্থানীয় ব্যবসায়ী মো. সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৩টার দিকে মধ্য আরিচপুর শেরে বাংলা রোড এলাকায় চুরি করার উদ্দেশে একটি গ্রিলের দোকানের শাটার খুলতে যায় ওই যুবক।

“এসময় দোকানের ভেতরে থাকা লোকজন টের পেয়ে চিৎকার ও ডাকাডাকি শুরু করে। তাদের চিৎকারে এলাকাবাসী এসে যুবককে ধরে গণপিটুনি দেয়। মারধোরের প্রায় দুই ঘন্টা পর পুলিশ এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করে।”

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মাহবুবুর রহমান বলেন, “ভোর ৬টার কিছু আগে ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল।মিনিট দশেকের মধ্যেই তার মৃত্যু হয়। তার দেহের বিভিন্ন স্থানে মারধোর ও জখমের চিহ্ন ছিলো।”

টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “বৃহস্পতিবার দুপুরে মরদেহটির সুরুতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”