এইচএসসির ফল ১৩ অগাস্ট

উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ১১ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামী ১৩ অগাস্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 05:50 AM
Updated : 31 July 2014, 09:46 AM

ওই দিনই উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এসে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ৩ এপ্রিল থেকে ১৬ জুন দেশের দুই হাজার ৩৫২টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়। সারা দেশে মোট ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী এবার এ পরীক্ষায় অংশ নেয়।

শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১৫ অগাস্ট। এবার ৬০ দিন হওয়ার দুই দিন আগেই ফলাফল প্রকাশ করছি।”

তিনি জানান, ১৩ অগাস্ট সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের কপি হস্তান্তর করবেন তিনি। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরা হবে।

এ বছর প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় সরকারকে। অভিযোগের সত্যতা পাওয়ায় ৯ এপ্রিল ঢাকা বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিতও করা হয়। স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ৮ জুন।