প্যারিসে বাংলাদেশি যুবক নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসে বহুতল ভবন থেকে পড়ে মারা গেছেন বাংলাদেশের মাদারীপুরের এক যুবক।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 03:26 PM
Updated : 31 July 2014, 12:11 PM

নিহত সুমন দাস (৩৫) ২০০৫ সালে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন। তিনি মাদারীপুর শহরের জনতা ক্লাব এলাকার মৃত গৌরাঙ্গ দাসের ছেলে।

মঙ্গলবার প্যারিস থেকে সুমনের মৃত্যুর খবর আসে বলে তার ভাই আইনজীবী কানাই লাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

প্যারিসে বাংলাভাষীদের একটি সংবাদভিত্তিক ওয়েবসাইটে সুমনের মৃত্যুর খবর দিয়ে বলা হয়েছে, গত ২৮ জুলাই ভোররাতে ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন সুমন। 

প্যারিসে এই ভবনেই থাকতেন সুমন দাস। এখান থেকে পড়েই মৃত্যু হয়েছে এই বাংলাদেশি যুবকের।

প্যারিসের ক্যাথসিমার একটি পাঁচতলা ভবনে থাকতেন সুমন। তার মৃত্যুর পর পুলিশ এসে তার রুমমেটদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় বলে ওই ওয়েবসাইটের খবরে বলা হয়।

নিহতের রুমমেট উত্তম কুমারকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইউরোপে বৈধ হতে না পারা এবং চাকরি না পাওয়ার হতাশা থেকে এর আগেও দুই বার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন সুমন।

সুমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পর ইউরোপ গিয়েছিলেন। আইসল্যান্ড হয়ে প্যারিস গিয়েছিলেন তিনি।    

তবে কানাইলাল দাসের সন্দেহ, তার ভাইকে হত্যাও করা হতে পারে।

উত্তম কুমার জানান, সুমনের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর আর্থিক সঙ্গতি তাদের নেই। তাই অভিবাসী বাংলাদেশিদের সহায়তা চেয়ে তারা ফেইসবুকে প্রচার চালাচ্ছেন।

ভাইয়ের মৃতদেহ ফেরত আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন কানাই লাল দাসও।