রাউজানে রোগ নিরূপণ কেন্দ্রে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের রাউজানে একটি রোগ নিরূপণী কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) অগ্নিকাণ্ড ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 02:35 PM
Updated : 30 July 2014, 02:35 PM

বুধবার দুপুরে উপজেলার নোয়াপাড়া বাজারে সংঘটিত এই অগ্নিকাণ্ডে এক রোগী আহত হন বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।

আহত মিতা দাশ (২০) ওই এলকার বলরাম দাশের মেয়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিষু দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে ডা. কামরুজ্জামানের মালিকানাধীন এ ডায়াগনস্টিক সেন্টারের ফিজিওথেরাপি রুমে আগুন লাগে।”

মিতা দ্রুত বের হওয়া সময় পড়ে আহত হন বলে তিনি জানান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আগুনে প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে জানিয়ে বিষু বলেন, কালুর ঘাট ফায়ার স্টেশনের একটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।