সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও আরোহীসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো অন্তত ছয় জন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 09:21 AM
Updated : 2 Nov 2020, 02:35 PM

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি টিএম আমিনুল ইসলাম জানান, বুধবার বেলা ১২টার দিকে সদর উপজেলার সয়দাবাদে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হন।

নিহত দুজন হলেন- সদরের দুখিয়াবাড়ি গ্রামের অটোরিকশা চালক উজ্জ্বল (২০) ও তার দুলাভাই বাড়াকান্দি গ্রামের বাসিন্দা শাহিন (৩০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উজ্জ্বল তার ব্যাটারি চালিত অটোরিকশায় শাহিন ও কয়েকজন যাত্রী নিয়ে বেলকুচি থেকে জেলা সদরে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে বগুড়াগামী ‘রিতু এন্টারপ্রাইজের’ একটি বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই উজ্জ্বল ও শাহীন মারা যান। আহত হন আরও তিন আরোহী, যাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে প্রায় একই সময়ে কয়ড়া বাজার এলাকায় একটি অটোরিকশা ও নসিমনের মুখোমুখী সংঘর্ষ হয়।

এত নসিমনআরোহী সিদ্দিক হোসেন (৫৫) ঘটনাস্থলেই নিহত হন বলে উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান।

নিহত সিদ্দিকের বাড়ি উল্লাপাড়ার কয়ড়া গ্রামে। আহত তিন যাত্রীকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।