ঈদের গান গাইলেন কারাবন্দিরা

গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ ও কেন্দ্রীয় মহিলা কারাগারে মঙ্গলবার ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন বন্দিরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2014, 04:09 PM
Updated : 29 July 2014, 04:09 PM

অনুষ্ঠানে তারা ঈদের গান, ভাওয়াইয়া, লালন গীতিসহ বিভিন্ন গান পরিবেশন করেন।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার উম্মে সালমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার কারাগারে তিন শতাধিক নারী বন্দি রয়েছেন। ঈদের দিন (মঙ্গলবার) বিকালে নারী বন্দিরা সাংকৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

ফাইল ছবি

কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, এ কারাগারে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার আমজাদ হোসেন ডন জানান, বিকালে এ কারাগারের বন্দিরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন, যেখানে তারাও ঈদের গানসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন।

হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার ফারদিন ফরহাদ জানান, এ করাগারে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

করাকর্মকর্তারা জানান, ঈদের দিন সকালে এখানকার সকল কারাবন্দিদের প্রায় একই ধরনের খাবার দেয়া হয়।

সকালে পায়েশ-মুড়ি, দুপুরে সাদা ভাত, মাছ, আলুর দম, সব্জি, ডিম এবং  রাতে পোলাও, মাংস, সালাদ, মিষ্টি, পান-সুপারি ও কোল্ড ড্রিংসের ব্যবস্থা করা হয়েছে।