মিলেছে শিশু আনন্দমেলায়

ঈদের দিন বলে কোনো কড়াকড়ি নেই। তাই শিশু-কিশোররা মনের আনন্দে ঘুরে বেড়িয়েছে ইচ্ছেমতো।

শেরপুর প্রতিনিধিআব্দুর রহিম বাদল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2014, 12:44 PM
Updated : 29 July 2014, 12:44 PM

শেরপুরের শিশুপার্ক, বিনোদনপার্ক, রাজপথসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে তাদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।

শহরের শহীদ দারোগ আলী পার্ক সংলগ্ন ছোট্ট চিলড্রেন কর্নারটিতে ঝলমলে শিশু-কিশোররা ভিড় করেছে বেশি। শিশুপার্কে বিভিন্ন রাইডে উঠে মেতেছে আনন্দে। হেনেছে প্রাণখোলা হাসি।

নানা রংয়ের বাহারী পোশাক পরা শিশু-কিশোররা রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশায় শহরের যানজটহীন রাস্তায় ঘুরে বেড়িয়েছে স্বাধীনভাবে।

চটপটি, ফুসকা, আচার, চানাচুর, আইসক্রিম, কোক খেয়েছে পছন্দমতো। কোনো কাজে কেউ নেই বাধা দেয়ার।

এরমধ্যেও অনেকে ঘুরেছে মা, বাবা, মামা, কাকা ও বড় ভাইসহ অন্যান্য অভিভাবকের হাত ধরে। করেছে কেনাকাটা।   

শিশু কিশোরদের কয়েকজন জানায়, তারা মা, বাবা, মামা, কাকা, দাদি, নানিসহ বড়দের সালাম করে ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত সালামী পেয়েছে।

সব সালামীর টাকা হাতে জমা হতেই বাধাহীন উচ্ছ্বাসে ছুটেছে ঈদের আনন্দমেলায়।

</div>  </p>