ঈদের দিনে জনতার পিটুনি খেলেন যুবলীগকর্মী

চট্টগ্রামে চাঁদার দাবিতে দুই ব্যবসায়ীকে আটকে মারধরের অভিযোগে এক যুবলীগকর্মীকে পিটিয়েছে জনতা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2014, 09:23 AM
Updated : 29 July 2014, 04:31 PM

মঙ্গলবার ঈদের দিন সকালে চান্দগাঁও থানার কাজীর হাট এলাকায় গণপিটুনির শিকার হন মিজানুর রহমান বাপ্পী নামে ওই যুবক।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে বাপ্পীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনতার তোপের মুখে পড়েন পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দীপক জ্যোতি খীসা।

বিক্ষুব্ধরা এই পুলিশ কর্মকর্তার গাড়ি ভাংচুর করে। এলাকাবাসীর ঢিলে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।

এলাকাবাসী জানায়, সোমবার রাতে স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিন ও সাইফুদ্দিনের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে বাপ্পীর অনুসারীরা। টাকা দিতে রাজি না হওয়ায় দুই ব্যবসায়ীকে ধরে নিয়ে বাপ্পীর অফিসে আটকে রেখে মারধর করা হয়।

পুলিশ কর্মকর্তা দীপক জ্যেতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, দুই ব্যবসায়ীকে মারধরের খবর পেয়ে স্থানীয়রা সকালে বাপ্পীর অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে।

“স্থানীয়রা বাপ্পীকে মারধর করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ঢিল ছোড়াছুড়ি চলে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। উত্তেজিত জনতা আমার গাড়ির সামনের কাচও ভেঙে ফেলে। এতে আমার গাড়ির চালকও আহত হয়েছে।”

পিটুনির শিকার বাপ্পী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন বলে পুলিশ কর্মকর্তা জানান।