সাভারে পোশাক শ্রমিক খুন

ঢাকার সাভারে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2014, 09:22 AM
Updated : 29 July 2014, 09:22 AM

মঙ্গলবার ঈদের দিন দুপুরে গোহাইলবাড়ী এলাকার গুচ্ছগ্রাম সংলগ্ন একটি ইটভাটার পেছন থেকে পুলিশ ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে।

নিহত মো. সজীব (২২) ওই গুচ্ছগ্রামের প্রয়াত আব্দুল কাদেরের ছেলে।

সজীব গাজীপুরের চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছেন তার মা। তবে কারখানার নাম জানাতে পারেননি তিনি।

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের আগের রাতে কোনো এক সময় সজীবকে শ্বাসরোধে হত্যার পর লাশ ইটভাটার পেছনে ফেলে রাখে দুর্বৃত্তরা।

সজীবের মায়ের বরাত দিয়ে এএসপি জানান, সোমবার রাত ৯টার দিকে সজীব বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।

মঙ্গলবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এএসপি রামেল শেখের ধারণা, কোনো বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে পরিচিত কেউ তাকে হত্যা করে থাকতে পারে। এটি মাথায় রেখেই পুলিশ তদন্ত চালাচ্ছে।