বেতন না পেয়ে অনশনে তোবা গ্রুপের শ্রমিকরা

বকেয়া বেতন-ভাতার দাবিতে কারখানায় অনশনে বসেছে রাজধানীর বাড্ডার তোবা গ্রুপের শ্রমিকরা, যে গ্রুপের কারখানা তাজরীন ফ্যাশনস দেড় বছর আগে আগুনে পুড়ে শতাধিক নিহত হয়েছিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 05:38 PM
Updated : 30 July 2014, 12:26 PM

ঈদের আগের দিন সোমবার শ্রমিকরা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে এক প্রকার জিম্মি করে রেখেছে।

দেলোয়ার হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। অব্যস্থাপনার মাধ্যমে শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেয়ার মামলার আসামি তিনি।

এবার ঈদের আগে গত কয়েকদিন ধরে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করে আসছিল শ্রমিকরা। এরই মধ্যে বেশ কয়েকবার বিজিএমইএ উদ্যোগ নিলেও কোনো সমাধান হয়নি।

প্রয়োজনে তোবার কোনো এক ফ্লোর বিক্রি করে হলেও বেতন-বোনাস দেয়ার কথা উঠেছিল, কিন্তু সেটাও সফল হয়নি।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেই বাড্ডার হোসেন মার্কেট এলাকায় তোবা গ্রুপের কার্যালয়ের সামনে অবস্থান নেন প্রায় ৪-৫শ’ শ্রমিক।

গুলশান অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা অবস্থান নিয়েছে, তবে তাদেরকে কোনোভাবেই রাস্তা অবরোধ করতে দেয়া হচ্ছে না।”

রাতে শ্রমিকরা ভবনের সাততলায় গার্মেন্টসে অবস্থান নিয়েছে। তারা নিচে নামছে না। সেখানেই বিক্ষোভ করছিল।

তোবা গ্রুপের প্রতিষ্ঠান তুবা টেক্সাটাইল কন্ট্রোলার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে ইফতারির পর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছে। প্রচুর পুলিশ থাকায় শ্রমিকরা বিক্ষোভ করতে ভবনের নিচে নামতে পারছে না।”

ঈদের দিনও অনশন চালিয়ে যেতে শ্রমিকরা অনড় বলে জানান হাবিব।

তিনি বলেন, দুপুরে দেলোয়ারের শাশুড়িসহ কয়েকজন এই প্রতিষ্ঠানে এসেছিলেন। এরপর তাকে আর বের হতে দেয়া হয়নি।

তবে এ বিষয়ে পুলিশ কর্মকর্তা নুরুল আলম বলেন, “দেলোয়ারের শাশুড়ি স্বেচ্ছায় শ্রমিকদের সাথে আছেন। একই সাথে তিনি সমস্যা নিরসনে অন্য সদস্যদের সাথে যোগাযোগ রাখছেন।”

এর আগে গত বৃহস্পতিবারও তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করে তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকরা।