যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন

উৎসব আনন্দে ঈদ উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়, যার মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশিও ছিল।

যুক্তরাষ্ট্র প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 05:10 PM
Updated : 29 July 2014, 12:50 PM

সোমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশিদের বৃহত্তম ঈদ জামাত হয় নিউ ইয়র্ক সিটির কুইন্সে জ্যামাইকা হাই স্কুল মাঠে।

২০ সহস্রাধিক মুসল্লির এই ঈদ জামাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ফরেন রিলেশন্স কমিটির সদস্য গ্রেস মেং।  মুসলিম পোশাকে তিনি ঈদেও মাঠে আগমনের পর অনেকের সঙ্গেই কুশল বিনিময় করেন।

এ ঈদ জামাতে খুৎবা পাঠের সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা বন্ধে প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুরোধ জানানো হয়।

অন্য বৃহৎ জামাতগুলো অনুষ্ঠিত হয় এস্টোরিয়ায় আল আমিন মসজিদের উদ্যোগে মসজিদের সামনের রাস্তায়, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার, ওজোন পার্কে আল আমান মসজিদ, নিউ জার্সির প্যাটারসন, আটলান্টিক সিটি, ফ্লোরিডার ইসলামিক সেন্টার অব বোকারেটন, মায়ামিতে বায়তুল মোকাররম এবং আল আমিন সেন্টার, লস এঞ্জেলেসে শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে।

পাবলিক স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটি চলায় রোজার মত ঈদের নামাজেও নতুন প্রজন্মের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো।

প্রতিটি ঈদ জামাতেই গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা এবং ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্যে তহবিল সংগ্রহ করা হয়। 

নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে ফিলিস্তিনিদের প্রতি রহমত কামনা করা হয়।