তিন কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার

তিন কন্যা, মেয়েজামাই ও নাতি-নাতনীদের ঈদের জামা-কাপড় পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 04:55 PM
Updated : 28 July 2014, 05:57 PM

২০১০ সালের ৩ জুন রাজধানীর নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৫ জন মানুষের সঙ্গে পরিবারের প্রায় সবাইকে হারান উম্মে ফারুয়া রুনা, সাকিনা আক্তার রত্না ও আসমা আক্তার শান্তা।

তাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে গিয়েছিল। ১৯৭৫ ট্রাজেডিতে পরিবারের সবাইকে হারানো শেখ হাসিনা নিজের মেয়ে হিসাবে স্বীকৃতি দিয়ে আগে থেকে ঠিক করা পাত্রের সঙ্গে গণভবনে ওই তিন তরুণীর বিয়ে দেন। তারা এখন প্রধানমন্ত্রীর তিন কন্যা হিসেবে পরিচিত।

শেখ হাসিনার পক্ষ থেকে এবার তিন কন্যা এবং তাদের পরিবারের জন্য ঈদের নতুন জামা ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং প্রধানমন্ত্রীর কম্পট্রলার মো. আবুল বাশার জুয়েল পৌঁছে দেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।

জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (সোমবার) সন্ধ্যায় তিন কন্যার বাড়িতে গিয়ে নতুন জামা-কাপড় পৌছে দিয়েছি।”

মেয়েদের জন্য শাড়ি, জামাইদের জন্য পাঞ্জাবি এবং নাতি ও নাতনীদের জন্য জামা পাঠিয়েছেন শেখ হাসিনা, সাথে মিষ্টি।

উম্মে ফারুয়া রুনার ছেলে আলী মর্তুজা আযানের বয়স চার বছর। রত্নার মেয়ে শ্রদ্ধা। শ্রদ্ধার বয়স এখন তিন বছর। আসমার রয়েছে দুই ছেলে। চার বছরের আকিব হোসেন রমাদান এবং আট মাস বয়সী আয়াত হোসেন আদর।

রত্নার স্বামী সাইদুর রহমান সুমন, রুনার স্বামী সৈয়দ রাশেদ হোসাইন জামিল এবং আসমার স্বামী আলমগীর হোসেন।