প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় গণভবনে

ঈদের দিন মঙ্গলবার গণভবনে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 04:03 PM
Updated : 28 July 2014, 04:03 PM

গণভবন থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা।

এরপর তিনি রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সকাল সাড়ে ১১টায় কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

সোমবার বিকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতেই বক্তব্যে শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

বিদায়ী রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান প্রধানমন্ত্রী। ঈদযাত্রা নিয়েও সন্তোষ জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “অন্যান্য বার যে রকম হয়, এবার সে রকম অসুবিধা হয় নাই।”

বৃষ্টির জন্য কোথাও কোথাও যোগাযোগ ব্যাহত হলেও সরকারের পক্ষ থেকে অতিদ্রুত পদক্ষেপ নেয়া হয় বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা প্রতিকূল অবস্থা মোকাবেলা করে মানুষের জীবনে যে শান্তি ও নিরাপত্তা নিয়ে এসেছি, আমরা আশা করি এই অবস্থা বিরাজমান থাকবে। মানুষের সেই সহযোগিতা আমরা কামনা করি।”

ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশের মানুষকে এবার এসএমএসও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।