হারিয়ে যাওয়া কুকুরটি পাওয়া গেছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোপান সরকারের হারিয়ে যাওয়া কুকুরটি পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 11:06 AM
Updated : 28 July 2014, 11:06 AM

লাব্রাডোর প্রজাতির এই কুকুরটি হারিয়ে যাওয়ার পর তার সন্ধানে থানায় জিডি করার পাশাপাশি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন সোপান।

সোমবার দুপুরে নগরীর জেল রোড এলাকায় কুকুরটি পাওয়া যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সোপান।

তিনি বলেন, “দুপুরে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে কুকুরটির সন্ধান দেন। এরপর জেল রোড এলাকায় গিয়ে ওই ব্যক্তির বাসা থেকে আমরা কুকুরটি নিয়ে আসি।”

গত ২৩ জুলাই সন্ধ্যায় কুকুরটিকে কোতোয়ালি এলাকার একটি ডাস্টবিনে পেয়েছিলেন বলে সোপানকে জানিয়েছেন সন্ধানদাতা ব্যক্তি।

সোপান জানান, কুকুরটি সুস্থ আছে।

গত ২৩ জুলাই সন্ধ্যায় আলকরণ ২ নম্বর গলির জে আর হাইচ টাওয়ারের চতুর্থ তলার বাসা থেকে কুকুরটি নিচে নামার পর আর ফেরেনি।

পোষা কুকুরটির সন্ধানে রোববার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন নগরীর আলকরণ এলাকার বাসিন্দা সোপান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীতে ছবিসহ বিজ্ঞাপনও দেন।