‘জলদস্যুর সঙ্গে বন্দুকযুদ্ধ,’ ৫ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারসহ অপহৃত পাথরঘাটার ১১ জেলের মধ্যে পাঁচ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখনো জলদস্যুদের হাতে আটক আছেন ছয় জন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 10:34 AM
Updated : 28 July 2014, 10:34 AM

বিজিবি জানায়, সোমবার ভোরে সাতক্ষীরার নীলডুমুর সীমান্তে জলদস্যুদের সঙ্গে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পরে কোস্ট গার্ড ও বিজিবি তাদের উদ্ধার করে।

এরা হলেন সহিদুল ইসলাম, শাহজাহান, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম ও সুলতান আহম্মেদ। এদের তিন জন গুলিতে আহত হয়েছেন।

গত ১৬ জুলাই এফবি আনোয়ারা নামের একটি ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে এ ১১ জেলে ও মাঝিমাল্লা নিখোঁজ হন।

এখনো আটকরা হলেন ইউসুফ আলী, চান মিয়া, জসিম উদ্দিন, আবদুল মালেক, আবু হানিফ ও বাবুল হোসেন।

৩৪ বিজিবি ব্যাটালিটয়ন সাতক্ষীরার অধিনায়ক লে. কর্নেল শামসুল কবির জানান, অপহৃত জেলেদের উদ্ধারে ভোররাত ৪টার দিকে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করে। সাতক্ষীরার নীল ডুমুর সীমান্তে লদস্যুদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়।

ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পরে তারা ট্রলার এফবি আনোয়ারাসহ পাঁচ জেলেকে উদ্ধার করেন।

বিজিবি কর্মকর্তা আরো জানান, বন্দুকযুদ্ধে সাইফুল, শাহজাহান ও সুলতান গুলিবিদ্ধ হন। অপর দুজন সামান্য আহত হন। তাদের সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলেদের বরাত দিয়ে লে. কর্নেল শামসুল কবির জানান, জলদস্যুরা অপহৃত প্রত্যেক জেলের কাছে দুই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছিল।