‘দুয়েক পশলা বৃষ্টি হতে পারে’

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবার ঈদের দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 10:09 AM
Updated : 28 July 2014, 10:19 AM

সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার বাংলাদেশ ঈদ। আর তা না হলে ৩০ রোজা পূর্ণ করে ঈদ উদযাপন করা হবে বুধবার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এস এম মাহমুদুল হক জানান, গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টি হচ্ছে। মঙ্গল ও বুধবারও রাজধানীতে একইরকম আবহাওয়া বিরাজ করতে পারে।

“ঈদের দিন দুয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে ভারী বর্ষণের আশঙ্কা দেখছি না।”

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলে একটি লঘুচাপ অবস্থান করছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।