ঈদে রাজধানীতে ‘বিশেষ’ নিরাপত্তা

ঈদুল ফিতর  সামনে রেখে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে মহানগর পুলিশ।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 09:12 AM
Updated : 28 July 2014, 09:12 AM

সন্ধ্যায় চাঁদ দেখা গেলে মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

বরাবরের মতো এবারও সুপ্রিম কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সেখানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ।

এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত হবে।

এবার জাতীয় ঈদগাহ মাঠে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রথমবারের মতো মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ।

সোমবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া প্রায় ফাঁকা রাজধানীতে চুরি-ছিনতাইসহ অপরাধ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।”

এ সময় পুলিশকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

র‌্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমানও সোমবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় ঈদগাহের নিরাপত্তায় র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

ঈদের পরও রাজধানীসহ সারাদেশে র‌্যাবের পক্ষ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।