যশোরে ‘দুর্বৃত্তের’ হামলায় যুবক নিহত

যশোরের মণিরামপুরে ঈদ করতে আসা ভাইকে বাসস্ট্যান্ড থেকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের হামলায় খুন হয়েছেন এক যুবক।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 08:35 AM
Updated : 28 July 2014, 08:35 AM

মণিরামপুর থানার ওসি মিজানুর রহমান খান জানান, রোববার রাত ১২টার দিকে মণিরামপুর পুরনো বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এমএম আলী রেজা রাজুকে (২০) রাত দেড়টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার নেহালপুর গ্রামে।

স্বজনরা জানিয়েছেন, রাজু রাতে তার ভাই রুহুল কুদ্দুস সুমনকে আনতে বাসস্ট্যান্ডে গিয়েছিলেন।

সাউথ ইস্ট ব্যাংকের ঢাকা মতিঝিল শাখার কর্মকর্তা সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে তাকে নিতে বাসস্ট্যান্ডে আসেন রাজু। দুজনে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা টর্চ লাইট দিয়ে মুখে আলো ফেলে রাজুকে মোটরসাইকেল থামাতে বাধ্য করে।

এরপর ৭/৮জন যুবক তাদের ঘিরে ধরে এবং মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রাজু বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

রাজুকে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখান থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

সুমন জানান, বাড়িতে সবার সঙ্গে ঈদ করতে তিনি রাতে মণিরামপুরে পৌঁছান। তার মানিব্যাগে ২৭ হাজার টাকা ছিল।

ওসি বলেন, “এটা ছিনতাই, নাকি পুরনো শত্রুতা থেকে হামলা- তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।”