বেতনের দাবিতে তোবা গ্রুপের শ্রমিকরা

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর বাড্ডায় তোবা গ্রুপের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 06:05 AM
Updated : 30 July 2014, 12:27 PM

তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বর্তমানে কারাগারে আছেন। ২০১২ সালের নভেম্বরের শেষ সপ্তাহে আশুলিয়ায় তার প্রতিষ্ঠান তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, মূল ফটকগুলোতে তালা এবং জরুরি নির্গমনের কোনো ব্যবস্থা না থাকায় শ্রমিকরা কারখানা থেকে বের হতে পারেননি।

সোমবার সকাল থেকেই বাড্ডার হোসেন মার্কেট এলাকায় তোবা গ্রুপের কার্যালয়ের সামনে অবস্থান নেন প্রায় ৪-৫শ শ্রমিক।

গুলশান অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা অবস্থান নিয়েছে, তবে তাদেরকে কোনোভাবেই রাস্তা অবরোধ করতে দেয়া হচ্ছে না।

তিনি আরো বলেন, মালিক পক্ষের লোকজন এসেছে। শ্রমিকদের সঙ্গে সমঝোতা করার চেষ্ট করা চলছে।

এর আগে গত বৃহস্পতিবারও তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করে তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকরা।