রায়েরবাজারে সেলুনে বিস্ফোরণ, চারজন দগ্ধ

রাজধানীর রায়েরবাজারে একটি সেলুনে বিস্ফোরণের পর আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 05:17 AM
Updated : 28 July 2014, 09:19 AM

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সাদেক খান সড়কের ওই সেলুনে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং এর পরপরই সেখানে আগুন ধরে যায়। 

তবে বিস্ফোরণের কারণ তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

ওই সেলুন থেকে চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- সেলুন মালিক নূপুর মজুমদার (২৫), কর্মচারী গৌতম মজুমদার (২৫) এবং ওই দোকানে চুল কাটাতে আসা জসীম (২৫) ও তামিম (১৯)।

গৌতম হাসপাতালে সাংবাদিকদের জানান, ঈদের আগে কাজের চাপ থাকায় তারা সারা রাত দোকান খোলা রেখেছিলেন। সকালে কাজ চলার সময়ই হঠাৎ বিস্ফোরণ ঘটে।  এতে দোকানের সব কাচ ভেঙে যায় এবং ঘরে আগুন ধরে যায়। 

ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মী হাসিবুর রহমান জানান, অগ্নি নির্বাপক কর্মীরা পৌঁছানোর আগেই সেলুনের আগুন নিভে যায়।

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ সঙ্কর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারজনের মধ্যে  নূপুর ও গৌতমের অবস্থা গুরুতর। তাদের শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে গেছে।