ঈদ আয়োজন ‘আনন্দপাঠ’ প্রকাশ

ঈদে পাঠকদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষ সাময়িকী ‘আনন্দপাঠ’ এখন অনলাইনে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 04:58 AM
Updated : 28 July 2014, 04:58 AM

কবি মুহম্মদ নূরুল হুদা সম্পাদিত ৫৮৮ পৃষ্ঠার এই ই-বইয়ে প্রয়াত বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমান এবং খন্দকার মোহাম্মদ ফারুকের দুটি অপ্রকাশিত লেখাও স্থান পেয়েছে।

আল মাহমুদ, আসাদ চৌধুরী, রবিউল হুসাইনসহ অর্ধশত কবির কবিতা ছাড়াও এতে রয়েছে প্রয়াত কবি আবুল হোসেনকে নিয়ে একটি লেখা।

আনন্দপাঠের জন্য ‘জীবনস্মৃতি’ লিখেছেন ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে মুহাম্মদ তকীয়ুল্লাহ এবং সাংবাদিক আমানুল্লাহ কবীর।

নারী, কবিতা, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে এবারের আনন্দপাঠে রয়েছে দশটি প্রবন্ধ।

আর্জেন্টিনার কবি ও ঔপন্যাসিক এস্তেবান এচেবেররিয়া এবং মেক্সিকোর ঔপন্যাসিক মারিয়ানো আসুবেলার দুটি অনুবাদসহ পাঠকদের জন্য রয়েছে ১০টি উপন্যাস।

এছাড়াও রয়েছে গল্প, অনুবাদ গল্প এবং  বিজ্ঞান ও ভ্রমণ বিষয়ক প্রবন্ধ।

শিল্পী সাদেক-এর হলুদ-লাল রংয়ের মিশেলে সূর্যমুখী ফুলের প্রচ্ছদ আনন্দপাঠকে আকর্ষণীয় করে তুলেছে। তার সঙ্গে এর ভেতরের প্রতি পাতায় অলংকরণের কাজ করেছেন রিয়াজ উদ্দীন।