শৈলকুপায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 04:16 AM
Updated : 28 July 2014, 06:07 AM

রোববার রাত আড়াইটার দিকে কানাপুকুরিয়া গ্রামের রাস্তায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পাল্টাপাল্টি গুলিতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে শৈলকুপা থানা কর্তৃপক্ষ জানিয়েছে।

নিহত মনিরুল ইসলাম হরিণাকুণ্ডু উপজেলার বিন্নী গ্রামের শহীদুল ইসলামের ছেলে। পুলিশ বলছে, মনিরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। 

শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, কানাপুকুরিয়া-শেরপুর রাস্তার পাশে একদল সন্ত্রাসী জড়ো হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের দিকে গুলি শুরু করে। এরপর পুলিশও পাল্টা গুলি চালায়।

“উভয় পক্ষের মধ্যে ১৪-১৫ মিনিট বন্দুকযুদ্ধ শেষে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ, একটি শাটার গান, এক রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করে।”

পরে নিহতের পকেটে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় জানতে পারে পুলিশ। 

হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, মনিরুল ইসলামের বিরুদ্ধে তার থানায় হত্যা, চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।