রাণীনগরে ফতোয়াবাজি: গৃহবধূকে উদ্ধার

নওগাঁর রাণীনগরে ফতোয়াবাজির শিকার গৃহবধূকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাতে আট জনকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 03:46 PM
Updated : 27 July 2014, 03:46 PM

রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

শনিবার রাতে রাণীনগর থানা পুলিশ ফতোবাজির শিকার গৃহবধূকে আহত অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে।

একই রাতে রাণীনগর থানায় ওই গৃহবধূ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ ৪১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন ছাতারবাড়িয়া গ্রামের ইউনুছ ফকির (৪৫), ইব্রাহিম হোসেন (২১), ইউনুছ আলী (৩২), আশকর আলী (৪০), শরিফুল ইসলাম শরিফ (৪৩), হোসেন আলী (৩২), বুলু হোসেন (৪০) ও আব্দুর রহমান (৫২)।

এ ঘটনায় শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা ও রাণীনগর থানার এসআই মিজানুর রহমান  জানান, ছাতারবাড়িয়া গ্রামের এক গৃহবধূকে গ্রামের মাতব্বররা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ১৫/২০ দিন আগে একঘরে করে রাখে।

এরপর গত মঙ্গলবার রাতে মসজিদে নামাজ আদায় শেষে গ্রামের মাতবররা ওই গৃহবধূর বাড়ি গিয়ে শালিসের নামে জোরপূর্বক তওবা পড়িয়ে হাত বেঁধে ১০১টি দোররা মারে এবং ১০ হাত নাকে ক্ষত দেওয়ায়।

দোররার আঘাতে গৃহবধূ মারাত্মকভাবে অসুস্থ হলেও তাকে চিকিৎসা নিতে বাড়ি থেকে বের হতে দেয়নি তারা।