কুকুরের জন্য থানা-পুলিশ

কুকুর হারানোর ঘটনায় চট্টগ্রামের একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 02:40 PM
Updated : 27 July 2014, 03:13 PM

রোববার নগরীর কোতোয়ালী থানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোপান সরকার এই জিডি করেন। তিনি নগরীর আলকরণ এলাকার বাসিন্দা।

কোতোয়ালী থানার এএসআই পারভিন আক্তার জানান, জিডিটি (নম্বর ১৬৯৮)  গ্রহণ করে এসআই মফিজুর রহমানকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

জিডিতে সোপান উল্লেখ করেছেন, গত ২৩ জুলাই সন্ধ্যায় নগরীর আলকরণ ২ নম্বর গলির জে আর হাইচ টাওয়ারের চতুর্থ তলার বাসা থেকে কুকুরটি নিচে নামার পর আর বাসায় ফিরে আসেনি।

কেউ তার কুকুরটিকে আটকে রেখেছে বলে ধারণা করছেন সোপান।

জিডিতে বলা হয়েছে, লাব্রাডোর প্রজাতির কুকুরটির ডাক নাম বেবো। দেড় বছর বয়সী কুকুরটি তিন ফুট উচুঁ এবং পাশে দেড় ফুট। 

এছাড়া সোনালী রংয়ের কুকুরটির গলার নিচে সাদা দাগ আছে। কুকুরটির কান দুটি দেখতে কিছুটা ভাঙ্গা।