অপহৃত কিশোরী ও ব্যবসায়ী গাজীপুর থেকে উদ্ধার

গাজীপুরের টঙ্গী থেকে পৃথক দুই অভিযান চালিয়ে অপহরণকারীদের হাত থেকে এক কিশোরী ও এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 02:03 PM
Updated : 27 July 2014, 02:03 PM

অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন।

আটক হলেন- সোহেল রানা সুমন (৩০) এবং পারভীন (৪৫) ও মো. মিন্টু (৩২)।

রোববার মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, “গত ২১ এপ্রিল ব্যবসায়ী আবদুল কাদের লিটন অপহৃত হলে তার পরিবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মতিঝিল থানার মামলা দায়ের করেন।

“অপহরণকারীরা ফোনে লিটনের পরিবাররের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ডিবি ঘটনাটি অনুসন্ধান করে গাজীপুরের টঙ্গী থেকে  লিটনকে উদ্ধার এবং সোহেল রানা ‍সুমনকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করে।”

ডিবি কর্মকর্তা মনিরুল জানান, গত ৬ মে রাজধানীর দক্ষিনখান এলাকা থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃতের বাবা দক্ষিনখান থানায় মামলা করেন।

২৬ জুলাই রাত দেড়টার দিকে অপহৃত কিশোরীকে টঙ্গী কলেজ গেইট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করেন গোয়েন্দারা।

অপহৃত পুলিশকে অভিযোগ করেছে, “পারভীন ও মিন্টু তাকে অপহরণের পর টঙ্গী এলাকার এক বাসায় আটকে রেখে জোর করে দেহ ব্যবসা করাতো।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন মনিরুল।