ইয়াবাসহ মিয়ানমার নারী আটক

কক্সবাজারের উখিয়া উপজেলায় পৃথক অভিযানে তিন হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 12:05 PM
Updated : 27 July 2014, 12:05 PM
রোববার এ অভিযান চলাকালে মিয়ানমারের এক নারীকে আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।  

বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, সকাল ৯টার দিকে উখিয়ার বালুখালী এলাকার কাস্টম কুলালপাড়া থেকে ১৯৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় সুফায়রা বেগমকে (৩০)।

সুফায়রা মিয়ানমারের মংডু শহরের প্রয়াত নজির আহমদের স্ত্রী বলে জানান তিনি।

এছাড়া বেলা ১১টায় উখিয়ার থাইংখালী হাই স্কুলের পশ্চিম পার্শ্বে রাস্তায় সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯৮৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে জব্দ করা হয়েছে অটোরিকশাটি।

বিজিবি কর্মকর্তা জানান, এ ব্যাপারে মামলা করে আটক মহিলাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। অটোরিকশাটিও থানায় হস্তান্তর করা হয়।