পটকায় আঙুল গেল কিশোরের

ঈদুল ফিতরে আনন্দ করার জন্য পটকা বানাতে গিয়ে হাতের তিন আঙুল হারিয়েছে ঝালকাঠী সদরের কিশোর মো. নাঈম (১৩)।

ঝালকাঠী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 11:25 AM
Updated : 27 July 2014, 11:25 AM
রোববার দুপুরে জেলা শহরের তামাকপট্টি এলাকায় এ দুর্ঘটনায় আহত নাঈম শহরতলীর কিফাইত নগরের ভাঙারি ব্যবসায়ী নাছির বেপারীর ছেলে ও উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝালকাঠী সদর থানার ওসি শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তামাকপট্টি এলাকায় বাবার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বসে ওই কিশোর বিস্ফোরক দ্রব্য দিয়ে ঈদের পটকা তৈরি করছিল।

“এ সময় তা বিস্ফোরিত হয়ে ছেলেটির বাম হাতের তিনটি আঙুল উড়ে যায়,” বলেন ওসি।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আহত নাঈমকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি শীলমনি চাকমা।