কুমিল্লায় বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন, আহত হন অন্তত নয় জন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 10:42 AM
Updated : 27 July 2014, 06:04 PM

চান্দিনা থানার ওসি গোলাম মোর্শেদ জানান, রোববার বেলা ৩টায় হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন চান্দিনা উপজেলার কেরনখাল গ্রামের বিধুভূষণ সরকারের ছেলে নারায়ণ চন্দ্র সরকার (৪৫), প্রয়াত হৃদয় চন্দ্র সরকারের ছেলে জলধর চন্দ্র সরকার, প্রয়াত হালধর সরকারের ছেলে সন্তোষ চন্দ্র সরকার (৬০)।

আহতরা হলেন পিকআপ যাত্রী কেরনখাল গ্রামের সুখেন সরকার, নিদু সরকার, স্বদেশ সরকার এবং বাস যাত্রী ঝালকাঠির রাজাপুর উপজেলার আলতাফ হোসেন, সফিকুল ইসলাম, চট্টগ্রামের মিরসরাইয়ের রাজু, নোয়াখালীর হাতিয়ার রেবেকা সুলতানা, পটুয়াখালীর রিয়াজ, হানিফ পরিবহনের বাস চালক আব্দুল হাকিম।

ওসি জানান, নারায়ণ চন্দ্র সরকারসহ তার সঙ্গীরা মাধাইয়া বাজার থেকে কাঠ কিনে পিকআপে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ আহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান।