অল্পের জন্য রক্ষা পেল আড়াই হাজার লঞ্চযাত্রী

বরিশালের মেহেন্দিগঞ্জে একটি লঞ্চের ‘তলা ফেটে’ পানি ঢোকার পর অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঈদে ঘরমুখো প্রায় আড়াই হাজার যাত্রী।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 09:48 AM
Updated : 27 July 2014, 11:02 AM

মেহেন্দিগঞ্জ থানার ওসি অসীম কুমার জানান, ঢাকা থেকে দৌলতখানগামী এমভি কর্নফুলী-১ নামের লঞ্চটি রোববার বেলা সাড়ে ১২টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় মেঘনা নদীতে দুর্ঘটনায় পড়ে।

“পুরনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করায় লঞ্চের তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। তবে সারেং দ্রুত লঞ্চটি তীরে নিয়ে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।” 

বর্তমানে লঞ্চটিকে মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ ঘাটে নোঙর করে রাখা হয়েছে বলে জানান তিনি।

ওই লঞ্চের যাত্রী দৌতলখান উপজেলার সৈয়দপুর গ্রামের বেলাল হোসেন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় আড়াই হাজার যাত্রী নিয়ে সকাল ৭টার দিকে দৌলতখানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এমভি কর্নফুলী-১।

বেলা সাড়ে ১২টার দিকে লঞ্চের তলা দিয়ে পানি ঢোকা শুরু করলে যাত্রীদের অনেকে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় আশেপাশে থাকা কয়েকটি ট্রলার এগিয়ে এলে অনেক যাত্রী তাতে উঠে পড়েন।

বেলাল হোসেন বলেন, “আর ১৫/২০ মিনিট দেরি হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”

অবশ্য লঞ্চের পরিচালক জসিম উদ্দিনের দাবি, লঞ্চের তলা ফাটেনি। অতিরিক্ত যাত্রীর কারণে লঞ্চ এক দিকে কাত হয়ে গিয়েছিল।