মাঝনদীতে যাত্রী নিয়ে লঞ্চ বিকল

চাঁদপুরে এমভি মেঘনা রাণী নামে একটি লঞ্চ বিকল হয়ে ঈদে ঘরমুখো সহস্রাধিক যাত্রীকে প্রায় তিন ঘণ্টা মেঘনা নদীতে আটকে থাকতে হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 09:20 AM
Updated : 27 July 2014, 04:16 PM

বিকল লঞ্চের মাস্টার মো. কলিম উল্যাহ জানান, রোববার সকাল ৮টায় তারা ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বেলা ১১টার দিকে মেঘনার চরলগ্নিমারা এলাকা পার হওয়ার সময় সেটি বিকল হয়ে যায়।

দীর্ঘ সময় পরও লঞ্চ মেরামত করা সম্ভব না হওয়ায় যাত্রীদের অনেকে মাঝনদী থেকে ট্রলারে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

পরে বেলা ২টার দিকে এমভি সুরভী নামের আরেকটি লঞ্চের সঙ্গে দড়ি বেঁধে যাত্রীসহ বিকল লঞ্চটিকে চাঁদপুর ঘাটে টেনে নিয়ে যাওয়া হয় বলে কলিম উল্যাহ জানান। 

কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনের সাব লেফটেন্যান্ট মো. হাসানুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে লঞ্চটি বিকল হয়ে পড়েছিল।