স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 08:43 AM
Updated : 27 July 2014, 08:43 AM

বাগেরহাটের জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান রোববার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আসামি মো. জাহিদুল ইসলাম ফরাজী (৩২) পেশায় ছিলেন দিনমজুর। তিনি শরণখোলা উপজেলার উত্তর বাধাল গ্রামের আবজাল ফরাজীর ছেলে।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার নথির বরাত দিয়ে রাস্ট্রপক্ষের কৌঁসুলী শেখ মোহম্মদ আলী জানান, ২০০৪ সালে মংলা পৌরসভার সিগনাল টাওয়ার এলাকার নজির আহমেদের মেয়ে আছিয়া বেগমের সঙ্গে জাহিদুল ইসলামের বিয়ে হয়। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো এবং জাহিদুল স্ত্রীকে মারধর করতেন।

“২০০৫ সালের ১৩ মার্চ রাতে দুজনের বাগবিতণ্ডার এক পর্যায়ে জাহিদুল স্ত্রীকে মারধর করলে আছিয়া মারা যান। এরপর জাহিদুল স্ত্রীর গলায় দড়ি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।”

ওই ঘটনায় মংলা থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে। কিন্তু লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে এলে মামলাটি পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

তদন্ত শেষে মংলা থানার উপপরিদর্শক আবুল হোসেন ২০০৬ সালের ৬ মার্চ জাহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।