ঢাকায় ‘গণপিটুনিতে’ যুবক নিহত

রাজধানীর ওয়ারীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 08:18 AM
Updated : 27 July 2014, 06:37 PM

পুলিশ বলছে, নিহত নিহত সাজ্জাদুর রহমান রবিন (২৫)  একজন পেশাদার ছিনতাইকারী।

তবে স্বজনদের দাবি, ডেকোরেটর ব্যবসায়ী রবিনকে ধরে জনতার হাতে তুলে দেয় পুলিশ।

রোববার সকাল ১১টার দিকে ওয়ারী থানার বজহরী সাহা স্ট্রিটে রবিন নিহত হন।

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জহির উদ্দিন (২৮) নামে বিকাশের এক বিক্রয় প্রতিনিধি হেঁটে দোকানে দোকানে টাকা সংগ্রহ করছিলেন। 

“এ সময় ওই স্থানে তিন/চারজন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ব্যাগটি টেনে ধরলে ছিনতাইকারীরা তার দুই হাতে ছুরিকাঘাত করে। জহির চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে রবিনকে ধরে গণপিটুনি দেয়।”

পুলিশ রবিনকে বেলা ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আহত জহিরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোস্তাক।

দুই ভাই দুই বোনের মধ্যে রবিন ছিল বড়। তার বাসা ওয়ারী এলাকায়।

রবিনের বাবা মো. লিটন ও চাচা টিটু সাংবাদিকদের বলেন, “পুলিশই রবিনকে ধরে জনতার হাতে তুলে দিয়েছিল।”

তাদের দাবি, হৃদয় ডেকোরেটর নামে একটি প্রতিষ্ঠান দেখাশুনা করতেন রবিন। কোনো ধরনের ছিনতাইয়ে তিনি জড়িত ছিলেন না।

তাদের অভিযোগের বিষয়ে পুলিশ উপ-কমিশনার মোস্তাক বলেন, “এই অভিযোগ সত্য নয়। রবিন এলাকার একজন চিহ্নিত ছিনতাইকারী।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ারী থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন ও এক কনস্টবলকে রবিনের স্বজনরা নাজেহাল করেন বলেও পুলিশের অভিযোগ।