খাবারে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় খাবারে বিষ মিশিয়ে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 05:57 AM
Updated : 27 July 2014, 06:06 AM

পুলিশ শনিবার রাত আড়াইটার দিকে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

নিহত মো. মাহিম (২৩) দক্ষিণ আগ্রাবাদ এলাকার সুলতান সেরাংয়ের ছেলে।

এ ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।

থানার এসআই মো. শাহাদাৎ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্ধুরা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মাহিমকে হত্যা করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে।

“মাহিম রাতে বাসায় ফিরে বমি করতে থাকলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।”

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় মাহিমের মা ফরিদা বেগম ভোরে ডবলমুরিং থানায় চারজনকে আসামি করে একটি মামলা করেছেন বলে ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম জানান।

মামলার চার আসামি হলেন- দেলোয়ার, জাবেদ, প্রান্ত ও জাহেদ। তারা সবাই মাহিমের বন্ধু বলে জানান ওসি।

এজাহারে অভিযোগ করা হয়েছে, মাহিমের সঙ্গে মিশতে নিষেধ করায় ওই চারজন খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা করেছে।