ঈদের পর ৭ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঈদের পর কয়েকশ চিকিৎসকের পদোন্নতির পাশাপাশি আরো সাত হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 04:17 PM
Updated : 26 July 2014, 04:17 PM

শনিবার দুপুরে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

তিনি বলেন, “ঈদের পর কয়েক‘শ ডাক্তারকে প্রমোশন দেয়া হবে। ৭ হাজার নতুন ডাক্তার নিয়োগ দেয়া হবে।”

স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছুই সরকার করছে উল্লেখ করে নাসিম বলেন, “আগামী শিক্ষাবর্ষ থেকেই জামালপুর মেডিক্যাল কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে।”

এসময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য মাহজাবিন মোশারফ বেবী, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী।

</div>  </p>