আরো ১৫১ ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত  

ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নেয়ার অভিযোগে আরো ১৫১ জনের তালিকা করা হযেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 04:11 PM
Updated : 26 July 2014, 04:11 PM

শনিবার নেত্রকোণার কলমাকান্দায় তিনি সাংবাদিকদের জানান, এ তালিকায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার মানুষ রয়েছেন।

এর আগে উপ-সচিব ও রেলের একজন অতিরিক্ত মহাব্যবস্থাপকসহ ৩৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার।

মন্ত্রী বলেন, উপজেলা পর‌্যায়ে ভুযা মুক্তিযোদ্ধা চিহ্নিতের  কাজ চলছে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হবেন তাদের শাস্তি দেয়া হবে।

দুপুরে কলমাকান্দায় নাজিরপুর দিবসে সাত শহীদের কবর ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। 

এ সময় স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নূরুল আমিন মন্ত্রীর সঙ্গে ছিলেন।

একাত্তরের এই দিনে নাজিরপুরে পাকসেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে বৃহত্তর ময়মনসিংহের সাত মুক্তিযোদ্ধা শহীদ হন।

এরা হলেন মো. জামাল উদ্দিন, ডা. আব্দুল আজিজ, মো. ফজলুল হক, ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান ও দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস।