বাগেরহাটে বজ্রপাতে ২ ছাত্রের মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 02:38 PM
Updated : 26 July 2014, 02:38 PM

শনিবার ডেমা ইউনিয়নের নাগেরডেমা গ্রামের পঞ্চমালা বিলে গরু চড়ানোর সময় তাদের মৃত্যু হয়।

এরা হলো নাগেরডেমা গ্রামের হুমায়ুন গাজীর ছেলে নাগেরডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র হৃদয় গাজী (১০) এবং মতলুব গাজীর ছেলে ডেমা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আয়ুব আলী গাজী (১৫)।

ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি মল্লিক জানান, সকালে স্থানীয় পঞ্চমালা বিলে গরু চড়াতে যায় তারা।

দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এতে হৃদয় ও আয়ুব মাঠে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাদেররক মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বলেন, হৃদয় ও আয়ুবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

বজ্রপাতে তাদের শরীরের বিভিন্নস্থান ঝলসে গেছে।