হেরোইন উদ্ধার, সাংবাদিক আটক

কক্সবাজার শহরে শুক্রবার গভীর রাতে একটি বাড়ি থেকে এক কেজির বেশি হেরোইনসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 02:20 PM
Updated : 26 July 2014, 02:20 PM

এ সময় বেসরকারি টেলিভিশন মাই টিভির কক্সবাজার প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ শাকিল (৩৪) ও তার স্ত্রী ঊষা রাখাইনসহ চার জনকে আটক করা হয়।

শাকিল ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

আটক অপর দুজন হলেন একই এলাকার মার্ছেল রাখাইন (৩২) ও তপন মিত্র (৫০)।

শনিবার দুপুরে আদালতে হাজির করলে এ চার জনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজারস্থ র‌্যাব-৭ কর্মকর্তা এএসপি সাজেদুর রহমান জানান, গভীর রাতে শহরের মাছ বাজারঘাটা পূর্ব রাখাইন পাড়ার ঊষা রাখাইনের বাড়িতে এ অভিযান চালানো হয়।

এ সময় ওই বাড়ি থেকে এক কেজি ৬০ গ্রাম হেরোইন, দুই রাউন্ড গুলি, একটি রামদা ও নগদ এক লাখ ৭০ হাজার চারশ টাকা উদ্ধার করা হয়।

মাদক ও অস্ত্র আইনে মামলা করে শনিবার দুপুরে তাদের কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব আটকদের থানায় সোপর্দ করার পর দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।