ফেনীতে অপহৃত শিশু সীতাকুণ্ডে উদ্ধার

ফেনীতে অপহৃত এক শিশুকে আট দিন পর চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 01:59 PM
Updated : 26 July 2014, 01:59 PM
শনিবার এ অভিযানে অপহরণকারী সন্দেহে নিকটাত্মীয় ও নারীসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।

উদ্ধার মো. মুশফিকুল হক সৌরভ (১০) ফেনী সদরের মোটবি এলাকার ছায়েদুল হক ফিরোজের ছেলে। গত ১৮ জুলাই দুপুরে বাড়ির পাশে মসজিদে নামাজ পড়তে গিয়ে সে নিখোঁজ হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহম্মেদ মহিউদ্দিন জানান, তার পরিবার অপহরণের দিন রাতে ফেনী মডেল থানা ও র‌্যাব-৭ ফেনী ক্যাম্পে লিখিত অভিযোগ করে।

এদিকে অপহরণকারীরা শিশুটির মা কামরুজ জাহানের মোবাইলে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

তিনি বলেন, র‌্যাবের সাত সদস্যের একটি দল ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোবাইল কল ট্রেকিং করে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

আটকরা হলেন সৌরভের খালু গিয়াস উদ্দিন (৩৩), খালাত ভাই মো. আবদুল্লাহ আল হালিম (২৫), মো. আবদুল হান্নান শাহিন (২১), মোসাম্মত তাহমিনা (২৮) ও মো. কামাল উদ্দিন (৫২)।

এ ঘটনায় সৌরভের মা ফেনী মডেল থানায় আটকদের বিরুদ্ধে মামলা করেছেন। র‌্যাব আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।