‘জলদস্যুর’ হামলায় আহত ১৫

নোয়াখালীর নিঝুম দ্বীপে ‘জলদস্যুদের’ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুলিবিদ্ধ রয়েছেন চার জেলে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 01:31 PM
Updated : 26 July 2014, 01:31 PM

জেলেরা জানান, শনিবার সকালে নিঝুম দ্বীপের দক্ষিণ পূর্বদিকে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে এ হামলা চালানো হয়। এ সময় দস্যুরা ৩০টি ট্রলার থেকে অন্তত তিন হাজার ইলিশ মাছ লুট করেছে।

তারা জানান, সকালে একদল জলদস্যু দুটি ট্রলারে এসে বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারে হামলা চালায়। দুপুর পর্যন্ত তারা জাহাজমারা ঘাটের প্রায় ১০টি ট্রলার লুট করে।

গুলিবিদ্ধ অবস্থায় কবির উদ্দিন, ইসমাইল হোসেন, সাখাওয়াত হোসেন ও আবদুল মতিনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি জাহাজমারা ইউনিয়নে।

হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, পুলিশ জলদস্যুদের আটকের চেষ্টা করছে।