ফেনী থেকে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার

ফেনী থেকে অপহৃত এক শিশুকে চট্টগ্রামের হালিশহর থেকে উদ্ধার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 01:13 PM
Updated : 26 July 2014, 01:13 PM

শনিবার সকালে উদ্ধার হওয়া মুশফিকুল হক সৌরভ (১০) ফেনী মোটবী উপজেলার ইতালি প্রবাসী ছায়েদুল হক ফিরোজের ছেলে।

এ ঘটনায় জড়িত অভিযোগে সৌরভের খালু গিয়াস উদ্দিনসহ (৩৩) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৭ এর মেজর এএইচ মহিউদ্দিন জানিয়েছেন।

গ্রেপ্তার অন্যরা হলেন- আব্দুল হান্নান ওরফে শাহীন (২১), তার ভাই আব্দুল্লাহ আল হালিম (২৫), মোছাম্মৎ তাহমিনা (২৮) ও কামাল উদ্দিন (৫২)।

মেজর মহিউদ্দিন বলেন, “পরিচয়ের সূত্র ধরে গত ১৮ জুলাই দুপুরে ফেনীতে নিজেদের বাড়ির কাছ থেকে সৌরভকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।”

এ ঘটনায় সৌরভের মা ফেনী মডেল থানায় প্রথমে একটি জিডি করেন। পরে তিনি অপহরণের বিষয়টি র‌্যাবকে জানান।

মেজর মহিউদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ফেনীর মাস্টারপাড়া থেকে হান্নানকে এবং তার স্বীকারোক্তি অনুসারে লালপুল থেকে সৌরভের খালু গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।”

হান্নান ও গিয়াসের স্বীকারোক্তি অনুসারে চট্টগ্রামের ভাটিয়ারি থেকে হালিমকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে নগরীর হালিশহরে তাহমিনার বাসা থেকে সৌরভকে উদ্ধার করে তাহমিনা ও কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা বলেন, সৌরভের খালু গিয়াসই অপহরণের মূল পরিকল্পনাকারী। হান্নান ও হালিম সম্পর্কে গিয়াসের খালাত ভাই।

“এ ঘটনায় জড়িত মো. আল আমীন (১৮) ও মো. শামীম (২২) নামে আরও দুইজন পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।”

গ্রেপ্তারদের ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।