তুরাগে বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর তুরাগে বেতন-ভাতার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 12:41 PM
Updated : 26 July 2014, 12:41 PM

তুরাগ থানার ওসি মো. আবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে তুরাগ থানা এলাকার এ জে গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেন।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ আমিন জানান, দুপুর থেকে হাবিব মার্কেটের সামনে বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে। তারা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।