চট্টগ্রামে মহিষের গুঁতোয় একজনের মৃত্যু

চট্টগ্রামের বাকলিয়ায় পাগলা মহিষের গুঁতোয় একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 07:46 PM
Updated : 25 July 2014, 07:46 PM

শুক্রবার রাত ১০টার দিকে পূর্ব বাকলিয়ার ওয়াজেরপাড়ায় এ ঘটনা ঘটে বলে বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।

নিহত নুরুল ইসলাম (৫০) ওয়াজেরপাড়ার বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

মহিষের গুঁতোয় আরো তিনজন আহত হয়েছেন, যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- মো. শফি (২৫), মিজান (২৬) ও জাকির হোসেন (৫০)।

ওসি মহসিন জানান, রাতে ওয়াজেরপাড়া এলাকার সড়কে মহিষটি বেশ কয়েকজনকে গুঁতো দিয়ে আহত করে। তাদের মধ্যে নুরুল ইসলামকে বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয় এক লোক জবাই করার জন্য মহিষটি এলাকায় নিয়ে আসে জানিয়ে তিনি বলেন, ট্রাক থেকে নামানোর পর মহিষটি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সামনে যাকে পায় তাকেই গুঁতো দিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন মহিষটিকে আটক করে জবাই করে বলে জানান বাকলিয়া থানার এসআই আমিনুর রশিদ।