প্রগতিশীল রাজনীতিতে বেবী মওদুদের অবদান অসামান্য: এরশাদ

প্রগতিশীল রাজনীতিতে বেবী মওদুদের অবদানকে ‘অসামান্য’ উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 06:14 PM
Updated : 25 July 2014, 06:57 PM

শুক্রবার এক শোক বার্তায় এরশাদ বলেন, “বেবী মওদুদ একজন স্বনামধন্য সাংবাদিক ও শিশু সাহিত্যিক ছিলেন। দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা এবং বিবিসিতে বাংলা বিভাগ প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

“বাংলাদেশের প্রগতিশীল রাজনীতিতেও তার অসামান্য অবদান রয়েছে। তার মৃত্যুতে আমাদের সাংবাদিক জগৎ ও সাহিত্য জগতে আজ এক শূন্যতার সৃষ্টি হয়েছে।”

বেশ ‍কিছুদিন ক্যান্সারে ভুগে শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ সাংবাদিক, লেখক, নারী আন্দোলনের অন্যতম সংগঠক এবং সাবেক সংসদ সদস্য এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিবৃতিতে এরশাদ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর একটি বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও বেবী মওদুদের মৃত্যুতে শোক প্রকাশ করে তার রূহের মাগফেরাত কামনা করেন।