রংপুরে শিবিরের ৩ নেতা গ্রেপ্তার

রংপুরে ইসলামি ছাত্রশিবিরের মহানগর শাখার সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 05:57 PM
Updated : 25 July 2014, 05:57 PM

পুলিশের ওপর হামলা ও বিভিন্ন স্থানে নাশকতার চালানোর ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোতয়ালি থানার  পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

শুক্রবার রাত ১০টার দিকে নগরীর ডিসি মোড় থেকে মহানগর শিবিরের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাহিত্য সম্পাদক মোজাম্মেল হক ও রংপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক এমদাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরিদর্শক মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা পুলিশের ওপর হামলা ও গত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চালানো বিরোধী দলের বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি।

“২০১২ সালে অক্টোবরে নগরীর শাপলা চত্বরে কোতয়ালি থানার তৎকালীন ওসি আলতাফ হোসেনকে বেধড়ক মারধর করে হারুনের নেতৃত্বে একদল শিবিরকর্মী। গ্রেপ্তাররা এ ঘটনায় দায়ের করা মামলার আসামি।”

তিনি আরো জানান, গ্রেপ্তাতরা গত ৫ জানুয়ারি ১০ম সংসদ নির্বাচনকে ঘিরে রংপুর নগরী ও আশপাশের উপজেলায় পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন নাশকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা ১২টি মামলার আসামি।