ভোমরা বন্দর ৮ দিন বন্ধ

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতরসহ সাপ্তাহিক ছুটি মিলিয়ে শুক্রবার থেকে আট দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। এ ছুটি চলবে আগামী ২ অগাস্ট পর‌্যন্ত। 

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 03:44 PM
Updated : 25 July 2014, 10:12 PM

মাঝে রোববার (২৭ জুলাই) বন্দর খোলা থাকলেও ফেরি পারাপার বন্ধ থাকায় আমদানি-রপ্তানি তেমন হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার তারেক মাহমুদ সাংবাদিকদের জানান, দৌলদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে ঈদ উপলক্ষে ট্রাক পারাপার বন্ধ থাকায় আগামী রোববার আমদানি-রপ্তানি না হওয়ার আশংকা রয়েছে।

ফলে রোববারসহ টানা নয় দিন ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী রামকৃষ্ণ চক্রবর্তী জানান, শুক্রবার থেকে ২ অগাস্ট পর‌্যন্ত বন্দর বন্ধ থাকার ফলে ব্যবসায়ীদের পাশাপাশি শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।