কক্সবাজারের টুরিস্ট পুলিশ বৃদ্ধি

ঈদে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কক্সবাজারের টুরিস্ট পুলিশের জনবল বাড়ানো হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 02:38 PM
Updated : 25 July 2014, 02:38 PM

বর্তমান ৩০ সদস্যের সঙ্গে আরো ৫২ জন যোগ করা হয়েছে বলে শুক্রবার টুরিস্ট পুলিশ কার্যালয়ে এক সভায় জানানো হয়।

অতিরিক্ত এ সদস্যরা ঈদের পরের ১০ দিন পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় কাজ করবেন বলে সভায় জানানো হয়।

সভা কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া জানান, প্রতিবছর ঈদের ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। এবার আরো জোরালো পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, সরকার ইতিমধ্যে আলাদাভাবে টুরিস্ট পুলিশ গঠন করেছে। এর আনুষ্ঠানিক যাত্রা এখনো শুরু হয়নি। ২০১৫ সালের প্রথম দিকে এ টুরিস্ট পুলিশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন যোগ করা ৫২ সদস্যের মধ্যে এক জন অতিরিক্ত পুলিশ সুপার ও এক জন সহকারী পুলিশ সুপারও রয়েছেন।

এসপি আরো জানান, কক্সবাজারের সৈকত পুলিশ এরইমধ্যে টুরিস্ট পুলিশ হিসেবে কাজ করে যাচ্ছে। এখানে কর্মরত আছেন পুলিশের ৩০ জন সদস্য।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, টুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার শামসুন নাহার, সহকারী সুপার রেজাউল করিম প্রমুখ।