বেবী মওদুদের মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকারের শোক

সাংবাদিক, লেখক ও সাবেক সাংসদ এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 01:56 PM
Updated : 25 July 2014, 04:37 PM

বেশ কিছুদিন ক্যান্সারে ভুগে শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান বেবী মওদুদ।  তার বয়স হয়েছিল ৬৬ বছর।

এক শোক বাণীতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “বেবী মওদুদ ছিলেন দেশ ও জাতির একজন সাহসী সন্তান।

“তিনি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন বিশিষ্ট সাংবাদিক, কলামনিস্ট, সমাজ সংস্কারক ও সমাজ সেবককে হারালো।”                                                                                                            

পৃথক শোক বার্তায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “বেবী মওদুদ ছিলেন দেশের একজন সাহসী কলম সৈনিক, সত্য ও ন্যায়ের অতন্দ্র প্রহরী ও জনগণের প্রকৃত সেবক।

“বেবী মওদুদ ছিলেন দেশের একজন বিশিষ্ট সমাজ সেবক ও সত্য ও ন্যায়ের অগ্রপথিক। তিনি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন।”

এছাড়া জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশিষ্টজনরা বেবী মওদুদের মৃত্যুতে শোক জানিয়েছেন। 

প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।