বেবী মওদুদের মৃত্যুতে শেখ রেহানার শোক

প্রবীণ সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধুর মেয়ে শেখ রেহানা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 01:19 PM
Updated : 25 July 2014, 05:30 PM

লণ্ডন থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, বেবী মওদুদ পারিবারিকভাবেই তাদের খুব ঘনিষ্ঠ ছিলেন। তাকে স্নেহ করতেন ছোট বোনের মতো।

বেশ কিছুদিন ক্যান্সারে ভুগে শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান বেবী মওদুদ। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

বেবী মওদুদ ছিলেন শেখ রেহানার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ববিদ্যালয় জীবনের বান্ধবী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’সম্পাদনাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বেবী মওদুদের মৃত্যুতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “তার মৃত্যুতে আমি আমার দীর্ঘদিনের একজন প্রিয় বন্ধুকে হারিয়েছি।”

১৯৬৭ সাল থেকে সাংবাদিকতায় জড়িত বেবী মওদুদ দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রায় দীর্ঘদিন কাজ করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখিতে যুক্ত ছিলেন তিনি।