বাংলাদেশিদের ভিসা: সিদ্ধান্ত দেবে দিল্লির ব্রিটিশ হাই কমিশন

বাংলাদেশিদের ভিসার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আর ঢাকার ব্রিটিশ হাই কমিশনের হাতে থাকছে না। আগামী অক্টোবর থেকে এই সিদ্ধান্ত দেবে দিল্লির ব্রিটিশ হাই কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 08:25 AM
Updated : 25 July 2014, 08:25 AM

খরচ কমাতে ব্রিটিশ ‘ভিসা প্রসেসিং সেন্টার’ এর সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্তের অংশ হিসাবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে।

সেপ্টেম্বরের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ থেকেই যুক্তরাজ্যের ভিসার সিদ্ধান্ত হবে। এরপর ঢাকা ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যেসব আবেদন জমা পড়বে, সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত আসবে দিল্লি থেকে।

ব্রিটিশ অভিবাসন কর্তৃপক্ষের ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়, “ব্রিটিশ করদাতাদের অর্থ সাশ্রয় করাই এ সিদ্ধান্তের মূল কারণ।”

ওই বার্তায় জানানো হয়, ভিসার জন্য ঢাকা ও সিলেটে যেসব পাসপোর্ট জমা পড়বে, সেগুলো বাংলাদেশেই থাকবে। এজন্য আবেদনকারীদের ভারতে যেতে হবে না।

এছাড়া ভিসা ফিসহ আনুষঙ্গিক সব খরচ আগের মতোই থাকবে। ভিসা পাওয়ার সময়সীমাও বদলাবে না।